ভোটার হতে আজ ইসিতে যাবেন তারেক

ভোটার হতে আজ ইসিতে যাবেন তারেক

53 / 100 SEO Score

তারেক রহমান ভোটার নিবন্ধন, নির্বাচন কমিশন, এনআইডি, ভোটার তালিকা—ভোটার হতে আজ শনিবার (২৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনে (ইসি) যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংশ্লিষ্ট সূত্র জানায়, দুপুরের দিকে তিনি ইসিতে গিয়ে ভোটার তালিকায় নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করবেন।

নির্বাচন কমিশন সূত্রের দাবি, তারেক রহমানের ভোটার হতে আইনগত কোনো জটিলতা নেই। ভোটার তালিকা আইনের ১৫ ধারা অনুযায়ী নির্বাচন কমিশন যেকোনো ব্যক্তিকে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে যেকোনো সময় ভোটার করতে পারে—এ ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছে ইসি।

এর আগে আজ বেলা ১১টার দিকে জুলাই যোদ্ধা শহীদ শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করার কথা রয়েছে তারেক রহমানের। একই দিনে তিনি রাজধানীর পঙ্গু হাসপাতালে আহত জুলাই যোদ্ধাদের খোঁজখবর নিতেও যাবেন—এমন কর্মসূচির কথাও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে সপরিবার ঢাকায় পৌঁছান তারেক রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে তিনি সরাসরি পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনায় যোগ দেন। পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা খালেদা জিয়াকে দেখে গুলশানের বাসায় ফেরেন বলে জানা গেছে।

আরও পড়ুন: রাজনীতির আরও খবর

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )