ভারতে সামরিক বিমানের প্রথম বেসরকারি কারখানার উদ্বোধন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সোমবার গুজরাটের বড়োদরায় টাটা-এয়ারবাস কারখানার উদ্বোধন করেন। এই কারখানায় ভারতীয় বিমানবাহিনীর জন্য C-295 সামরিক বিমান তৈরি হবে, যা ভারতের প্রথম বেসরকারি উদ্যোগে সামরিক বিমান তৈরির প্রকল্প। টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড (টিএএসএল) এবং এয়ারবাস যৌথভাবে এই উদ্যোগটি পরিচালনা করবে।
ভারত প্রতিরক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী করতে চাইছে, আর স্পেন ভারতে তাদের বিনিয়োগ বৃদ্ধি করতে আগ্রহী। ২০২১ সালে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেসের সঙ্গে ২৫০ কোটি ডলারের বিনিময়ে ৫৬টি C-295 বিমান কেনার জন্য একটি চুক্তি করে। এর মধ্যে ১৬টি বিমান স্পেনে তৈরি করা হয়েছে এবং ইতিমধ্যেই তা ভারতকে সরবরাহ করা হয়েছে, বাকি ৪০টি বিমান ভারতে তৈরি হবে। ২০২৬ সালে বড়োদরায় এই কারখানায় প্রথম ভারতীয় C-295 বিমান উৎপাদিত হবে বলে আশা করা হচ্ছে।
স্পেনের প্রধানমন্ত্রী সানচেজ বলেন, “এই প্রকল্প ভারতের মহাকাশ শিল্পে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং বিনিয়োগের ক্ষেত্রে একটি চুম্বকের মতো কাজ করবে। এটি শুধু ভারত-স্পেন সম্পর্ককেই শক্তিশালী করবে না, বরং ‘মেক ইন ইন্ডিয়া’ ও ‘মেক ফর ওয়ার্ল্ড’ মিশনকেও গতি দেবে।” বর্তমানে স্পেন ভারতে বিনিয়োগকারী দেশগুলোর মধ্যে ১৬তম স্থানে রয়েছে এবং তাদের ২৮০টি সংস্থা ভারতে বিভিন্ন খাতে কাজ করছে।
প্রধানমন্ত্রী মোদি বলেন, এই প্রকল্পের ফলে ভারত আগামীতে বিমান রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে সক্ষম হবে। সরকার ভারতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে প্রস্তুত এবং এই কারখানা ভবিষ্যতে বেসামরিক বিমান তৈরিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।