সালমানকে হত্যার হুমকি, গ্রেপ্তার যুবক
বলিউড সুপারস্টার সালমান খান এবং মহারাষ্ট্রের প্রাক্তন বিধায়ক জিশান সিদ্দিকিকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে ভারতের নয়ডা থেকে ২০ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তরুণের নাম মোহাম্মদ তৈয়ব ওরফে গুলফন খান, যিনি হুমকির পাশাপাশি মোটা অঙ্কের অর্থ দাবিও করেন। মুম্বাই পুলিশের হেফাজতে থাকা ওই তরুণকে শীঘ্রই ট্রানজিট রিমান্ডে মুম্বাইয়ে নিয়ে যাওয়া হবে।
জানা গেছে, গত ২৫ অক্টোবর ওই তরুণ ফোনের মাধ্যমে সালমান এবং জিশানকে হত্যার হুমকি দিয়ে টাকা দাবি করেন। জিশান সিদ্দিকির প্রয়াত পিতা, মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকিকে গুলি করে হত্যা করা হয়েছিল, যার দায় স্বীকার করেছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং। বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে দাবি করা হয়, ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ হত্যাকাণ্ডে সালমানের জড়িত থাকার কারণে বিষ্ণোইরা সালমানকে টার্গেট করছে। বাবা সিদ্দিকি সালমানের ঘনিষ্ঠ হওয়ায় তাঁকেও এই গ্যাংয়ের টার্গেটে পড়তে হয়েছে।
এ ঘটনার পর সালমানসহ তাঁর ঘনিষ্ঠদের প্রতি হুমকি বাড়তে থাকে। বিষ্ণোই গ্যাংয়ের চাপ বাড়ানোর পরিপ্রেক্ষিতে মহারাষ্ট্রের বিধায়ক জিশান সিদ্দিকির দপ্তর থেকে থানায় অভিযোগ করা হয়, যেখানে জানানো হয় যে অর্থ না দিলে দুইজনকেই হত্যা করা হবে।
বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।