কোটালীপাড়ায় বিএনপির বিক্ষোভ, দিদারের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাসলাইন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ দুই ভাই ইসমাইল (২৫) ও সোহেল আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। নিহতদের চাচা মঙ্গল মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গল মিয়া জানান, গত ২৫ অক্টোবর রাতে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডরগাঁও এলাকায় ভাড়া বাসায় কয়েলের আগুন থেকে গ্যাসলাইনে বিস্ফোরণ ঘটে। এতে ইসমাইল ও সোহেলসহ পরিবারের আরও সদস্যদের গায়ে আগুন ধরে যায়। ওই দুর্ঘটনায় মোহাম্মদ বাবুল, তার স্ত্রী মোছাম্মৎ সেলি, মেয়ে তাসলিমা ও মুন্নীসহ বেশ কয়েকজন দগ্ধ হন। আজ সকালে ইসমাইল ও সোহেল মারা গেলে পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
মঙ্গল মিয়া আরও জানান, বাকিদের অবস্থাও আশঙ্কাজনক। মৃতদেহগুলো গ্রামের বাড়িতে নেওয়ার প্রস্তুতি চলছে।
TAGS WordPress