
পোস্টাল ভোট বিডি: ৭ লাখ প্রবাসী নিবন্ধন
প্রবাসী ভোটার নিবন্ধন বেড়ে ৭ লাখ ছাড়িয়েছে। পোস্টাল ভোট বিডি, ৭ লাখ নিবন্ধন, ইসি আপডেট—নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা গেছে।
ইসির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টা ৫২ মিনিট পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ৭ লাখ ৮ হাজার ২৪৭ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে ৬ লাখ ৫২ হাজার ২৫৩ জন পুরুষ এবং ৫৫ হাজার ৯৯২ জন নারী।
দেশভিত্তিক নিবন্ধনে সবচেয়ে বেশি প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন সৌদি আরব থেকে—১ লাখ ৫৪ হাজার ৫৭৮ জন। এরপর কাতার থেকে ৫৭ হাজার ২৮৬ জন, ওমান থেকে ৪৩ হাজার ১৬৩ জন, মালয়েশিয়া থেকে ৪০ হাজার ৩৫ জন এবং সংযুক্ত আরব আমিরাত থেকে ৩০ হাজার ৬৫২ জন নিবন্ধন করেছেন।
এদিকে প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন। এর আগে ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বিশ্বের সব দেশের জন্য নিবন্ধন প্রক্রিয়া উন্মুক্ত রাখা হয়েছিল বলে জানায় ইসি।
আরও পড়ুন: জাতীয় আরও খবর

