বিদ্যুৎস্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল উভয়ের

বিদ্যুৎস্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল উভয়ের

লক্ষ্মীপুরের রামগঞ্জে অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সগির আহমেদ রিন্টু (৫২) নামে এক চালক মারা যান। তাকে বাঁচাতে গিয়ে স্ত্রী শাহনাজ আক্তার শানুও (৩৮) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান।

ঘটনাটি আজ সকালে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের নাগের বাড়িতে ঘটে। রিন্টু তার অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্বামীকে উদ্ধার করতে গিয়ে স্ত্রীও বিদ্যুতায়িত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রামগঞ্জ থানার ওসি আবুল বাশার জানিয়েছেন, এ নিয়ে কারো কোনো অভিযোগ নেই।

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )