রাষ্ট্রপতির অপসারণ নিয়ে যা জানালেন রিজওয়ানা
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, রাষ্ট্রপতির অপসারণ বা পদত্যাগের বিষয়ে রাজনৈতিক ঐকমত্য গড়ে তোলার চেষ্টা চলছে। তিনি বলেন, “এই সিদ্ধান্তটি বড় এবং গুরুত্বপূর্ণ। তাড়াহুড়ো করা যেমন সম্ভব নয়, তেমনি এটি দীর্ঘায়িত করারও সুযোগ নেই। রাজনৈতিক ঐকমত্য হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।”
রবিবার (২৭ অক্টোবর) সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। বিএনপির বক্তব্য প্রসঙ্গে রিজওয়ানা হাসান বলেন, “বিষয়টি নিয়ে গোপনে সিদ্ধান্ত নেওয়া হবে না। রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা করতে সবার মতামতের ভিত্তিতে প্রকাশ্যে সিদ্ধান্ত গৃহীত হবে।”
তিনি আরও বলেন, “এ সিদ্ধান্তে তাড়াহুড়ো কিংবা অতিরিক্ত বিলম্ব কোনোটাই করা যাবে না। রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ডকট্রিন অব নেসেসিটির প্রসঙ্গে তিনি বলেন, সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখাই মূল লক্ষ্য।”
সভায় অন্যান্য উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।