“শেখ হাসিনা নিজেকে সর্বশক্তিমান দাবি করাটাই বাকি ছিল: সারজিস”

“শেখ হাসিনা নিজেকে সর্বশক্তিমান দাবি করাটাই বাকি ছিল: সারজিস”

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে চলে যাওয়া লজ্জাজনক বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক মো. সারজিস আলম। শুক্রবার দুপুরে মাদারীপুর পৌরসভার এক হলরুমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সারজিস বলেন, “কেউ কল্পনাও করতে পারেনি যে শেখ হাসিনা দেশ ছেড়ে পালাবেন। তার এই পালিয়ে যাওয়া অত্যন্ত লজ্জাজনক। শাসনামলে নিজেকে সর্বশক্তিমান দাবি করাটাই বাকি ছিল, এছাড়া সবকিছুই তিনি করেছেন।”

তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে বিভেদ সৃষ্টিকারী চরিত্রের প্রসঙ্গে বলেন, “অনেকে নিজেদের সমন্বয়ক দাবি করে গিরগিটির মতো রূপ পাল্টে সুবিধাবাদী চরিত্র প্রকাশ করছে। তাদের আলাদা করতে না পারলে আমাদের ইমেজ ক্ষতিগ্রস্ত হবে।”

এসময় তিনি আন্দোলনের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সতর্ক করেন যে ভবিষ্যতে কেউ ক্ষমতার অপব্যবহার করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সারজিস আরো বলেন, “আমাদের প্ল্যাটফর্ম কোন রাজনৈতিক উদ্দেশ্যে নয়, তবে যারা ভবিষ্যতে রাজনীতিতে অংশ নিতে চান, তাদের জন্য গণতান্ত্রিক অধিকার অক্ষুণ্ণ থাকবে।

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )