ঘূর্ণিঝড় ডানার প্রভাবে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ

ঘূর্ণিঝড় ডানার প্রভাবে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ

ঘূর্ণিঝড় ডানার প্রভাবে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুর ৩টা ১০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটের সহ ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড়ের কারণে কর্তৃপক্ষের নির্দেশে এই নৌরুটে ফেরি চলাচল স্থগিত করা হয়েছে। ফেরিগুলোকে শরীয়তপুর ফেরিঘাটে নিরাপদ স্থানে রাখা হয়েছে।

মো. ইকবাল হোসেন বলেন, ঘূর্ণিঝড় ডানার প্রভাবে নদীতে স্রোত বেড়ে যাওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে ফেরি চলাচল পুনরায় চালু করা হবে।

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )