আশুলিয়ায় ছাত্র হত্যার আসামিসহ গ্রেপ্তার ২০

আশুলিয়ায় ছাত্র হত্যার আসামিসহ গ্রেপ্তার ২০

সাভারের আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতের মামলার আসামিসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তারকৃত ২০ জনকে আদালতে পাঠিয়েছে পুলিশ। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে পুলিশের প্রিজনভ্যানে আশুলিয়া থানা থেকে তাদের ঢাকার আদালতে নিয়ে যাওয়া হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মো. রফিকুল ইসলাম ওরফে রফিক (৪৮), রবিউল ইসলাম (৩২), শাকিল মিয়া (২৫), তানিয়া আক্তার হ্যাপি (২৫), আমান উল্লাহ রাশেদ খান দিপু (৩০), আমিরুল ইসলাম (২৪), মো. আল ইমরান নাফিস (২৫), রনি ভূইয়া (৩০), হামিদুল হাসান ওরফে পাপেল (৩৮), মাসুম মোল্লা (২২), রাকিব সরকার ওরফে মুকুল (২২), রাকিব হোসেন (২৬), জাহিদ হাসান (২৫), মহিদুল ইসলাম (২৮), জাকির হোসেন (২৭), মো. মানিক মিয়া (৩৪), মো. গোলাম রব্বানী (৩৪), আরিফুল ইসলাম (২৬), সজিব আহম্মেদ (২২) ও সজিব (২০)।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের করা মামলাসহ বিভিন্ন মামলার আসামি গ্রেপ্তারের জন্য মঙ্গলবার অভিযান পরিচালনা করা হয়। এ সময় বেশ কয়েকজন ছাত্র হত্যা মামলার আসামিসহ অন্তত ২০ জনকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

আশুলিয়া থানার পরিদর্শক আবু বকর সিদ্দিক জানান, যৌথ বাহিনী, র‌্যাব ও পুলিশের অভিযানে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। শিল্প এলাকায় বিশৃঙ্খলাকারী আসামিদের ধরতে আমাদের অভিযান চলমান রয়েছে।

 

 

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )