কোহলিকে পেছনে ফেললেন পন্ত

কোহলিকে পেছনে ফেললেন পন্ত

বেঙ্গালুরু টেস্টে ভারতকে জেতাতে না পারলেও সমর্থকদের মন জয় করেছেন ঋষভ পন্ত। ১ রানের জন্য সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ থাকলেও তার ৯৯ রানের ইনিংসে সুখবর পেয়েছেন এই ভারতীয় ব্যাটার।

আইসিসির সাপ্তাহিক র‌্যাংকিং হালনাগাদে পন্তের উন্নতি হয়েছে। তিন ধাপ এগিয়ে ব্যাটারদের র‌্যাংকিংয়ে এখন তিনি ছয় নম্বরে। পেছনে ফেলেছেন উসমান খাজা (৭) ও বিরাট কোহলিকে (৮)। দুইজনেরই এক ধাপ অবনতি হয়েছে।

এদিকে, নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র ১৩৪ রানের ইনিংসে ৩৬ ধাপ এগিয়ে ১৮ নম্বরে উঠেছেন। ডেভন কনওয়ে ভারতের বিপক্ষে ৯ রানের জন্য সেঞ্চুরি না পাওয়া ইনিংসে ১২ ধাপ উন্নতি করে ৩৬ নম্বরে আছেন।

মুলতান টেস্টে পাকিস্তানের আগা সালমান ৮ ধাপ এগিয়ে ১৪ নম্বরে এবং ইংল্যান্ডের বেন ডাকেট ৩ ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠে এসেছেন। মুশফিকুর রহিম ১ ধাপ উন্নতি করে ২৫ নম্বরে অবস্থান করছেন, তবে নাজমুল হোসেন শান্তর অবনতি হয়েছে ২ ধাপ, তিনি এখন ৪৮ নম্বরে আছেন।

ব্যাটারদের মধ্যে শীর্ষে আছেন ইংল্যান্ডের জো রুট (৯১৭ রেটিং), আর বোলারদের মধ্যে ৮৭১ রেটিং নিয়ে শীর্ষে আছেন জাসপ্রিত বুমরাহ। অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে আছেন রবীন্দ্র জাদেজা (৪৪২ রেটিং), তবে সাকিব আল হাসান টেস্ট থেকে অবসর নিলেও এক ধাপ উন্নতি করে ২৪৫ রেটিং নিয়ে তিন নম্বরে আছেন।

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )