ওয়াশিংটনে গুলিতে নিহত ৫, এক কিশোর হেফাজতে

ওয়াশিংটনে গুলিতে নিহত ৫, এক কিশোর হেফাজতে

ওয়াশিংটনের ফল সিটিতে গত সোমবার সকালে একটি বাড়িতে পাঁচজনের মরদেহ পাওয়া গেছে। বন্দুক হামলার পর পুলিশ এই তথ্য জানিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতরা একই পরিবারের সদস্য কিনা, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি কেন ঘটেছে তা উদ্ঘাটনের চেষ্টা করছে শেরিফ দপ্তর।

কিং কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, মৃতদের মধ্যে দুইজন প্রাপ্তবয়স্ক এবং তিনজন স্কুল-বয়সী শিশু রয়েছে। এ ঘটনায় ১৫ বছর বয়সী এক কিশোরকে সন্দেহভাজন হিসেবে হেফাজতে নেওয়া হয়েছে। আহত আরেক কিশোরকে হাসপাতালে পাঠানো হয়েছে।

কিশোর সন্দেহভাজনকে কিং কাউন্টি কিশোর সংশোধন কেন্দ্রে রাখা হয়েছে। কিং কাউন্টি শেরিফের মুখপাত্র মাইক মেলিস এই ঘটনাকে “পারিবারিক সহিংসতা” হিসেবে বর্ণনা করেছেন। শেরিফের অফিস জানিয়েছে, নিহতদের সম্পর্ক এখনো তদন্তাধীন, তবে ধারণা করা হচ্ছে তারা একই পরিবারের সদস্য।

কতগুলো অস্ত্র ব্যবহৃত হয়েছে বা সেগুলো কীভাবে পাওয়া গেছে, তা এখনও জানা যায়নি। তবে পাঁচজনের মৃত্যুই আগ্নেয়াস্ত্রের আঘাতে হয়েছে বলে জানা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে এই বছর এখন পর্যন্ত ২৪টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে, ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী।

সূত্র: ওয়াশিংটন পোস্ট

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )