মাটি থেকে ব্যাকটেরিয়া সংক্রমণ, হংকংয়ের চিড়িয়াখানায় ১১ বানরের মৃত্যু
হংকংয়ের একটি চিড়িয়াখানায় ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে ১১টি বানরের মৃত্যু হয়েছে। মেলিওডোসিস নামক ব্যাকটেরিয়া থেকে সংক্রমিত হয়ে প্রথমে ৯টি বানর মারা যায়, এরপর আরো দুটি বানর মৃত্যুবরণ করে। ১৮৬০ সালে নির্মিত হংকংয়ের প্রাচীনতম চিড়িয়াখানাটি ১৪ অক্টোবর থেকে আংশিকভাবে বন্ধ রয়েছে।
মেলিওডোসিস ব্যাকটেরিয়া সাধারণত আর্দ্র মাটিতে থাকে এবং সেপসিসের মাধ্যমে বানরগুলোকে আক্রান্ত করে। মৃত বানরগুলোর মধ্যে ডি ব্রাজা, কাঠবিড়ালি বানর, তুলো-শীর্ষ তামারিন এবং সাদা মুখের সাকিস প্রজাতির বানর ছিল। ময়নাতদন্তে বানরের অঙ্গপ্রত্যঙ্গে ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, বানরদের খাঁচার কাছাকাছি মাটি খননকালে সংক্রমিত মাটি শ্রমিকদের জুতা থেকে খাঁচায় প্রবেশ করেছে।
চিড়িয়াখানার মাটি খনন এবং দূষিত মাটির কারণে এই সংক্রমণ ছড়িয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। কর্তৃপক্ষ আপাতত চিড়িয়াখানার স্তন্যপায়ী প্রাণীর বিভাগ বন্ধ করে দিয়েছে। মেলিওডোসিস ব্যাকটেরিয়া প্রাণী এবং মানুষ উভয়কেই সংক্রমিত করতে পারে, তবে প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়ানোর ঝুঁকি কম।
সূত্র: রয়টার্স