কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি শুরু কাল

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সমন্বিত গুচ্ছ পদ্ধতির স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম আগামীকাল শুরু হচ্ছে। এই ভর্তি প্রক্রিয়া চলবে ২৪ অক্টোবর পর্যন্ত। শনিবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

রেজিস্ট্রার জানিয়েছেন, ‘চূড়ান্ত ভর্তি কার্যক্রম আগামীকাল শুরু হয়ে ২৪ অক্টোবর পর্যন্ত চলবে। নির্ধারিত টাকার জমা প্রদান করে শিক্ষার্থীরা ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে।’ কোটার অধীনে শিক্ষার্থীদের জন্যও ভর্তি কার্যক্রম একই সময়ের মধ্যে সম্পন্ন হবে, কারণ কোটার ফলাফল ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে।

উল্লেখ্য, আগামী ২৭ অক্টোবর থেকে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।

 

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )