
সান্তাহারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, তিন আহত
বগুড়ার আদমদীঘির সান্তাহারে ‘সান্তাহার সড়ক দুর্ঘটনা’ ঘটেছে—সান্তাহার ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, অটোরিকশা চালক নিহত, আদমদীঘি দুর্ঘটনা ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সান্তাহার পৌর শহরের খাড়ির ব্রিজ এলাকায় বৈশাখী অটোমেটিক রাইস মিলের সামনে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক সাইদুল ইসলাম (৫৪) নিহত হন। একই অটোরিকশায় থাকা তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।
পুলিশ জানায়, ওই সময় আদমদীঘির ইন্দইল এলাকা থেকে যাত্রী নিয়ে সাইদুল ইসলাম অটোরিকশা করে সান্তাহারের দিকে যাচ্ছিলেন। বৈশাখী অটোমেটিক রাইস মিলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি উল্টে দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ার সময় ‘ঢাকা মেট্রো-ট ১৪৯৪৭০’ নম্বরের একটি নম্বরপ্লেট পড়ে যায় বলেও জানানো হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল চালকসহ চারজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাইদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। নিহত সাইদুল ইসলাম আদমদীঘি উপজেলার ইন্দইল গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।
আহত তিনজন হলেন—
রেনুকা খাতুন জোৎস্না (৫৫), দমদমা গ্রাম, সান্তাহার ইউনিয়ন
রোজিনা বেগম (৪৮), দমদমা গ্রাম, সান্তাহার ইউনিয়ন
রাফি (১৯), আদমদুর্গাপুর গ্রাম, নওগাঁ সদর
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

