লক্ষ্মীপুরে সেনা অভিযানে ৫ অস্ত্রসহ ২ জন গ্রেপ্তার

লক্ষ্মীপুরে সেনা অভিযানে ৫ অস্ত্রসহ ২ জন গ্রেপ্তার

52 / 100 SEO Score

লক্ষ্মীপুরে অস্ত্র উদ্ধার ও অস্ত্রসহ যুবক গ্রেপ্তার অভিযানে সেনাবাহিনীর সদস্যরা ৫টি আগ্নেয়াস্ত্র ও ১৬ রাউন্ড কার্তুজসহ দুই যুবককে আটক করেছে। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত দেড়টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।

সেনাবাহিনী জানায়, সদর উপজেলা ক্যাম্পের দায়িত্বরত লেফটেন্যান্ট ইমতিয়াজ হোসেনের নেতৃত্বে বশিকপুর ইউনিয়নের বিরাহিমপুর এলাকায় কুখ্যাত আলাউদ্দিনের ভাড়া বাসায় মধ্যরাতে অভিযান চালানো হয়। এ সময় আলাউদ্দিন ও পারভেজকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আলাউদ্দিন বশিকপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের মৃত সুলতান আহমদের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন অপরাধে অন্তত ১৮টি মামলা রয়েছে বলে সেনা সূত্র জানিয়েছে। গ্রেপ্তার পারভেজ লক্ষ্মীপুর পৌর শহরের সমসেরাবাদ এলাকার মৃত সৈয়দ আহমেদের ছেলে।

অভিযানে তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, ৪টি দেশীয় এলজি, ৬ রাউন্ড রিভলবারের গুলি ও ১০ রাউন্ড এলজির কার্তুজ জব্দ করা হয়। অভিযানকালে বাসায় থাকা আরও তিনজন সন্ত্রাসী—বিরাহিমপুর গ্রামের জোবায়ের হোসেন শান্ত, ইকবাল ও কাশিপুর গ্রামের ছোট ইউসুফ পালিয়ে যায়। তাদের বিরুদ্ধেও বিভিন্ন অপরাধে মামলা আছে বলে জানা গেছে।

লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. রাহাত খান বলেন, সন্ত্রাসী ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি জানান, পালিয়ে যাওয়া তিনজনকে গ্রেপ্তারে সেনাবাহিনীর অভিযান ও তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে।

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )