আজ থেকে শুরু এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র বিতরণ

আজ থেকে শুরু এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র বিতরণ

52 / 100 SEO Score

এইচএসসি মূল নম্বরপত্র বিতরণ, ঢাকা শিক্ষা বোর্ড নম্বরপত্র, এইচএসসি ২০২৫ নম্বরপত্র সময়সূচি — আজ থেকে ঢাকা শিক্ষা বোর্ডের সনদ শাখা থেকে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র আনুষ্ঠানিকভাবে বিতরণ শুরু হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত বোর্ডের সনদ শাখা থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা এসব নম্বরপত্র সংগ্রহ করতে পারবেন।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত ৭ ডিসেম্বরের এক অফিস আদেশে জানানো হয়, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ সব ছাত্রছাত্রীর মূল নম্বরপত্র নির্ধারিত তারিখ ও সময়ে বোর্ডের সনদ শাখা (৪ নং ভবন, ৫ম তলা) থেকে উত্তোলন করতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, ১০ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত রোজ সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত সনদ শাখা খোলা থাকবে। এ সময়ের মধ্যেই সংশ্লিষ্ট কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান অথবা তাদের অনুমোদিত প্রতিনিধি নম্বরপত্র সংগ্রহ করবেন।

বোর্ডের নির্ধারিত সময়সূচি অনুযায়ী—

১০ ডিসেম্বর: টাঙ্গাইল ও ঢাকা জেলার মূল নম্বরপত্র বিতরণ

১১ ডিসেম্বর: নরসিংদী ও ফরিদপুর

১৪ ডিসেম্বর: মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ

১৫ ডিসেম্বর: কিশোরগঞ্জ ও নারায়ণগঞ্জ

১৭ ডিসেম্বর: মাদারীপুর ও শরীয়তপুর

১৮ ডিসেম্বর: রাজবাড়ী ও গোপালগঞ্জ

২১ ডিসেম্বর: গাজীপুর জেলা

২২ ডিসেম্বর: ঢাকা মহানগর এলাকার সব প্রতিষ্ঠানের মূল নম্বরপত্র দেওয়া হবে

অফিস আদেশে আরো বলা হয়েছে, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভাগভিত্তিক কতজন ছাত্র ও কতজন ছাত্রী উত্তীর্ণ হয়েছে তার লিখিত বিবরণ সঙ্গে আনতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান নিজে কিংবা তাঁর দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিকে প্রাধিকার পত্র (অথরাইজেশন লেটার) দিয়ে তিনটি নমুনা স্বাক্ষর সত্যায়িত অবস্থায় সঙ্গে পাঠাতে হবে, যাতে নম্বরপত্র হস্তান্তরের সময় স্বাক্ষর মিলিয়ে যাচাই করা যায়।

বোর্ড সূত্র জানায়, সঠিক সময়ের মধ্যে মূল নম্বরপত্র সংগ্রহ করা হলে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, বিদেশে আবেদন, বিভিন্ন বৃত্তি ও ভর্তিপ্রক্রিয়ায় অংশ নেওয়া সহজ হবে। এ কারণে বোর্ড নির্ধারিত দিনে নম্বরপত্র সংগ্রহের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে।

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )