
দেশের ৩ এলাকার বাতাস আজ ‘দুর্যোগপূর্ণ’
দেশের বায়ুমান আবারও মারাত্মকভাবে অবনতি হয়েছে। দুর্যোগপূর্ণ বায়ু, বাংলাদেশের বায়ুদূষণ, আইকিউএয়ার একিউআই সূচক—এই তিনটি বিষয়কে ঘিরেই মঙ্গলবার সকালজুড়ে চরম উদ্বেগ প্রকাশ করছেন পরিবেশ বিশেষজ্ঞরা। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের বায়ুমান সূচক (একিউআই) অনুসারে আজ দেশের অন্তত তিনটি এলাকায় বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে। এ এলাকাগুলো হলো—খুলনা, ঢাকার সাভার এবং গাজীপুরের কাপাসিয়া।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে প্রকাশিত একিউআই তথ্য অনুযায়ী, বাংলাদেশের মধ্যে সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে গাজীপুরের কাপাসিয়ায়। সেখানে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর দাঁড়িয়েছে ৪৭৭; যেখানে ৩০০ পেরোলেই বাতাসের মানকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে ধরা হয়।
আজ খুলনার একিউআই স্কোর ৩৮০ এবং ঢাকার সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় স্কোর ৩১৭—এই দুই স্থানেও বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত হয়েছে। স্বাস্থ্যঝুঁকির দিক থেকে এসব এলাকায় স্বাভাবিক জীবনযাপন মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে ধরা হচ্ছে।
রাজধানী ঢাকায় আজ গড় একিউআই স্কোর ২৩৫, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে। রাজধানীর ভেতরে এলাকাভিত্তিক হিসাবেও চিত্রটি উদ্বেগজনক। ঢাকার মধ্যে সবচেয়ে বেশি দূষিত বাতাস পাওয়া গেছে গোড়ানে, যেখানে স্কোর ২৮৯। এ ছাড়া বেচারাম দেউড়ি (২৭৯), মাদানি সরণির বেজ এজওয়াটার (২৭১), দক্ষিণ পল্লবী (২৩৮), তেজগাঁওয়ের শান্তা ফোরাম (২৩৬), গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকা (২৩৪), মিরপুরের ইস্টার্ন হাউজিং (২৩৩), কল্যাণপুর (২৩১) ও পীরেরবাগ রেললাইন (২১০)—সব জায়গাতেই বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে।
বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ সকালে গাজীপুরের কাপাসিয়ায় পিএম ২.৫-এর ঘনত্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) প্রস্তাবিত নিরাপদ মানদণ্ডের চেয়ে প্রায় ৬৩ গুণ বেশি। খুলনায় এই মাত্রা ৫৩ গুণ, সাভারে ৪৭ গুণ এবং ঢাকায় গড়ে ৩২ গুণ বেশি রেকর্ড করা হয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুসারে—
একিউআই স্কোর ০–৫০ : বায়ুমান ‘ভালো’
৫১–১০০ : ‘মাঝারি’ বা সহনীয়
১০১–১৫০ : সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’
১৫১–২০০ : সাধারণ মানুষের জন্যও ‘অস্বাস্থ্যকর’
২০১–৩০০ : ‘খুবই অস্বাস্থ্যকর’
৩০১–এর বেশি : ‘দুর্যোগপূর্ণ’ বায়ু
পরিবেশ বিশেষজ্ঞদের মতে, একিউআই ২০০-এর ওপরে গেলে শিশু, বয়স্ক, গর্ভবতী নারী এবং শ্বাসকষ্ট বা হৃদ্রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য বাইরে থাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। আর ৩০০-এর বেশি স্কোর মানে পুরো এলাকার জন্য স্বাস্থ্যঝুঁকি অত্যন্ত তীব্র—যা আজ খুলনা, সাভার ও কাপাসিয়ায় বাস্তবে পরিণত হয়েছে।

