২০ অক্টোবর থেকে পাসপোর্ট ফেরতের কার্যক্রম শুরু করবে ইতালি দূতাবাস

২০ অক্টোবর থেকে পাসপোর্ট ফেরতের কার্যক্রম শুরু করবে ইতালি দূতাবাস

আগামী রবিবার, ২০ অক্টোবর থেকে ইতালিতে কাজের জন্য ভিসা আবেদনকারীদের পাসপোর্ট ফেরতের কার্যক্রম শুরু করবে ঢাকায় নিযুক্ত ইতালি দূতাবাস। আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশসহ কয়েকটি দেশের নাগরিকদের বিপুল সংখ্যক জাল নথি জমা দেওয়ার কারণে ইতালি সরকার ১১ অক্টোবর পর্যন্ত কর্ম অনুমোদন (ওয়ার্ক পারমিট) স্থগিত করেছে। এই স্থগিতাদেশ যথাযথ যাচাইকরণ শেষ না হওয়া পর্যন্ত বহাল থাকবে।

১১ অক্টোবরের আইনি নির্দেশনা অনুযায়ী, ইতালির প্রভিন্সিয়াল ইমিগ্রেশন অফিস থেকে নিশ্চিতকরণের পরই স্থগিত হওয়া কর্ম অনুমোদনের যাচাইকরণ সম্পন্ন হবে এবং এরপরই কর্মভিসা ইস্যু করা হবে। যাচাইকরণের অপেক্ষায় থাকা আবেদনকারীদের পাসপোর্ট পর্যায়ক্রমে ফেরত দেওয়া শুরু হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এসএমএস বা ই-মেইলের মাধ্যমে প্রতিটি আবেদনকারীর সঙ্গে ভিএফএস গ্লোবাল যোগাযোগ করবে। যাচাইকরণের পর কর্মভিসা আবেদনকারীদের ভিসা পুনরায় জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হবে এবং ভিসার জন্য নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার প্রয়োজন নেই।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )