গলাচিপায় স্বামীর লাথিতে দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর অভিযোগ

গলাচিপায় স্বামীর লাথিতে দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর অভিযোগ

পটুয়াখালীর গলাচিপায় জমি নিয়ে বিরোধের জেরে স্বামীর লাথিতে দ্বিতীয় স্ত্রী আমেনা বিবি (৫৮) নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার রতনদীতালতলী ইউনিয়নের গুরিন্দা বাজারে এই ঘটনা ঘটে।

পুলিশের সূত্রে জানা গেছে, নসু ঘরামীর প্রথম পক্ষের মেয়ে আসমা ও তার দুই ভাই বিরোধীয় জমিতে ঘর তুলতে গেলে নসুর দ্বিতীয় স্ত্রী আমেনা বিবির আগের ঘরের সন্তানদের সাথে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের এক পর্যায়ে নসু ঘরামীর লাথির আঘাতে আমেনা গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছে এবং এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )