কেন্দ্র দখলের ইতিহাস জামায়াতের নেই : আলাউদ্দিন

কেন্দ্র দখলের ইতিহাস জামায়াতের নেই : আলাউদ্দিন

52 / 100 SEO Score

চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন সিকদার বলেছেন, কেন্দ্র দখলের ইতিহাস জামায়াতের নেই, জামায়াতের কেন্দ্র দখল নয় বরং গণভিত্তিক রাজনীতি—ফটিকছড়ি থানা জামায়াত অফিস উদ্বোধনের এই অনুষ্ঠানে আমরা সেই বার্তাই নতুন করে তুলে ধরছি। তিনি দাবি করেন, সামনে দেশের রাজনীতিতে জামায়াতে ইসলামীই সরকার গঠনের পথের দিকে এগোবে, তবে সে বিজয় আসবে কখনোই কেন্দ্র দখলের মাধ্যমে নয়।

শনিবার সন্ধ্যায় ফটিকছড়ি থানা জামায়াতের নতুন অফিস উদ্বোধন অনুষ্ঠানে আলাউদ্দিন সিকদার বলেন, ‘জামায়াতে ইসলামী আগামীতে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। জামায়াতের বিজয় হবে কেন্দ্র দখল করে নয়। কেন্দ্র দখলের ইতিহাস জামায়াতে ইসলামীর নেই। কেন্দ্র দখলের ইতিহাস যাদের আছে, তাদের মাথায় সব সময় শুধু কেন্দ্র দখলের চিন্তাই ঘোরে।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন বলেন, জামায়াতের অফিস কেবল রাজনৈতিক কার্যালয় নয়; বরং এটি মানুষের আত্মিক ও নৈতিক উন্নতির জায়গা হিসেবে ব্যবহৃত হবে। তিনি বলেন, এখানে কোরআন শিক্ষা, প্রশিক্ষণ ও দাওয়াতের পাশাপাশি জনগণকে বিভিন্ন তথ্যসেবা দেওয়ারও ব্যবস্থা রাখা হবে।

ফটিকছড়ি থানা আমির নাজিম উদ্দিন ইমুর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য দেন সাবেক অতিরিক্ত সচিব গোলাম হোসেন এবং ছাত্রশিবির চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মোহাম্মদ শওকত আলী।

থানা সেক্রেটারি ইউসুফ বিন সিরাজের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভূজপুর থানা জামায়াতের আমির অধ্যাপক জাহাঙ্গীর আলম, সাবেক থানা আমির নাজিমুদ্দিন সিকদার ও নুরুল আলম আজাদ, উত্তর জেলা শিল্প–বাণিজ্য শাখার সভাপতি আব্দুর রহিম, অ্যাডভোকেট ইসমাঈল গনি, অ্যাডভোকেট আলমগীর মোহাম্মদ ইউনূসসহ স্থানীয় নেতাকর্মীরা।

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )