৬৭ দিন ধরে ভাসছিলেন সাগরে, সঙ্গে ছিল ভাই ও ভাতিজার লাশ

৬৭ দিন ধরে ভাসছিলেন সাগরে, সঙ্গে ছিল ভাই ও ভাতিজার লাশ

রাশিয়ার ওখটস্ক সাগরে দুই মাসেরও বেশি সময় ধরে ভেসে থাকার পর এক ব্যক্তি, মিখাইল পিচুগিন (৪৬), জীবিত উদ্ধার হয়েছেন। তবে তার ভাই ও ১৫ বছর বয়সী ভাতিজার লাশ একই নৌকায় পাওয়া গেছে। স্থানীয় জেলেরা সাগরের তীরে প্রায় এক হাজার কিলোমিটার দূরে তাকে দেখতে পেয়ে উদ্ধার করে।

মিখাইলের স্ত্রী জানান, তারা তিমি দেখার উদ্দেশ্যে সমুদ্রে গিয়েছিলেন, সঙ্গে দুই সপ্তাহের খাদ্য ছিল। বেঁচে থাকার অন্যতম কারণ হিসেবে মিখাইলের শরীরের ওজনকে উল্লেখ করেন তিনি, যাত্রার শুরুতে তার ওজন ছিল ১০০ কেজি, কিন্তু ৬৭ দিন পরে অর্ধেকে নেমে আসে।

তাদের খোঁজে হেলিকপ্টার দিয়ে অনুসন্ধান চালানো হলেও কোনো সন্ধান পাওয়া যায়নি। জেলেদের মাছ ধরার নৌকা যখন সেখানে পৌঁছায়, তখন মিখাইল চিৎকার করে জানান, তার আর কোনো শক্তি অবশিষ্ট নেই। রুশ নাবিকদের ইউনিয়নের প্রতিনিধি বলেন, মাছ খেয়েই মিখাইল এতদিন বেঁচে থাকতে পেরেছেন।

বর্তমানে মিখাইল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা স্থিতিশীল। ঘটনায় ফৌজদারি তদন্ত শুরু হয়েছে।

 

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )