
মেঘনা নদীতে ধরা ৩০ কেজির শাপলাপাতা মাছ
নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে শাপলাপাতা মাছ ধরা পড়ায় এলাকায় ব্যাপক কৌতূহল দেখা দিয়েছে। মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়ে ৩০ কেজি ওজনের তিনটি শাপলাপাতা মাছ, যা পরে নিলামে ১২ হাজার টাকায় বিক্রি হয়। শুক্রবার (৫ নভেম্বর) সন্ধ্যায় হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের চেয়ারম্যান ঘাটে মাছগুলো তোলা হলে উৎসুক জনতার ভিড় জমে যায়।
স্থানীয় আড়তদার সূত্রে জানা যায়, ভোলা জেলার মাঝি দেলোয়ার হোসেন মেঘনা নদীসংলগ্ন সাগরে জাল ফেললে অন্যান্য সামুদ্রিক মাছের সঙ্গে তিনটি শাপলাপাতা মাছ ধরা পড়ে। পরে মাছগুলো হাতিয়ার চেয়ারম্যান ঘাটের আড়তে তোলা হলে নিলামে প্রতি কেজি ৪০০ টাকা দরে বিক্রি হয়। ৩০ কেজি ওজনের তিনটি মাছের মোট মূল্য দাঁড়ায় ১২ হাজার টাকা।
আড়তদার নুর হোসেন জানান, স্থানীয় বাজারে এ ধরনের বিরল সামুদ্রিক মাছের তেমন ক্রেতা নেই। তাই নিলাম শেষে মাছগুলো ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে, যেখানে শাপলাপাতা মাছের চাহিদা ও দাম তুলনামূলক বেশি থাকে।
নোয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, বিরল প্রজাতির এই সামুদ্রিক মাছ স্থানীয়ভাবে ‘হাউস মাছ’ নামে পরিচিত হলেও এর আসল পরিচিতি রে ফিন ফিশ বা স্টিং ফিশ। সাধারণত গভীর সমুদ্র এলাকায় এ মাছ পাওয়া যায়। চট্টগ্রাম ও আশপাশের উপকূলে এ ধরনের শাপলাপাতা মাছ বেশি ধরা পড়লেও নোয়াখালী উপকূলে খুব কমই জালে আসে। তাই মেঘনা নদীতে শাপলাপাতা মাছ ধরা পড়াকে তিনি ব্যতিক্রমধর্মী ও উল্লেখযোগ্য ঘটনা হিসেবে দেখছেন।

