সাভারের নাভানা ফার্নিচার কারখানায় ডাকাতি, নিরাপত্তা কর্মীরা জিম্মি

সাভারের নাভানা ফার্নিচার কারখানায় ডাকাতি, নিরাপত্তা কর্মীরা জিম্মি

সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় অবস্থিত নাভানা ফার্নিচার কারখানায় ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় ৩০-৩৫ জনের একটি সশস্ত্র ডাকাতদল কারখানার নিরাপত্তা কর্মীদের জিম্মি করে মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতরা কারখানার সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে এবং বিপুল পরিমাণ স্টিলের পাইপ, নগদ টাকা ও একটি হায়েস গাড়ি লুট করে।

কারখানার সুপারভাইজার আহাদ মিয়া এ ঘটনায় সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, শুক্রবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে কয়েকজন ব্যক্তি কারখানার গেটে এসে কোম্পানির মাল এসেছে বলে জানায়। নিরাপত্তা কর্মীরা গেট খুললে সশস্ত্র ডাকাতদল কারখানায় ঢুকে সবাইকে জিম্মি করে ফেলে। এরপর কারখানার ভেতরে থাকা সুপারভাইজারসহ ১৩ জনকে হাত-পা ও মুখ বেঁধে একটি কক্ষে আটকে রাখা হয়।

ডাকাতরা রাতভর কারখানায় লুটপাট চালিয়ে প্রায় ৬০ হাজার টাকা, মোবাইলফোন, মূল্যবান স্টিলের পাইপ এবং নগদ অর্থসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। তারা কারখানার মালিকের ক্যাশ ভেঙে লুটপাট চালায়।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এখনো কোনো মালামাল উদ্ধার কিংবা জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। নাভানা ফার্নিচারের অ্যাডমিন অফিসার আরিফ হোসেন জানিয়েছেন, ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। তবে এ ঘটনা নিয়ে তদন্ত চলছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া সংবাদমাধ্যমকে জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )