মাটির নিচে সাবেক এমপি ফজলের ‘আয়নাঘর’, চলত নির্যাতন

মাটির নিচে সাবেক এমপি ফজলের ‘আয়নাঘর’, চলত নির্যাতন

চট্টগ্রামের রাউজান উপজেলার সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে সাধারণ মানুষকে নির্যাতনের অভিযোগ উঠেছে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও রাউজানের সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী অভিযোগ করেছেন, ফজলে করিমের নির্দেশে গহিরা কলেজে একটি আন্ডারগ্রাউন্ড ‘আয়নাঘর’ তৈরি করা হয়েছিল, যেখানে সাধারণ মানুষকে নিয়ে গিয়ে নির্যাতন করা হতো। জমি লিখে দিতে অস্বীকৃতি জানালে এই আয়নাঘরে নিয়ে জোর করে দস্তখত নেওয়া হতো।

গতকাল শুক্রবার গহিরায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে গিয়াস কাদের এসব অভিযোগ তোলেন। তাঁর সঙ্গে ছিলেন বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ, যারা ফজলে করিমের বিরুদ্ধে দুর্নীতি এবং সন্ত্রাসী কার্যক্রমের কথা উল্লেখ করেছেন। গিয়াস কাদের দাবি করেন, আওয়ামী লীগ আমলে রাউজানে সন্ত্রাসের রাজত্ব ছিল এবং সাবেক এমপি ফজলে করিম প্রতিটি সেক্টরে কর বসিয়ে সাধারণ মানুষকে কষ্ট দিয়েছিলেন।

বিএনপি কর্মী আজিম উদ্দিনও অভিযোগ করেন, ২০১৮ সালের নির্বাচনের আগে তাঁকে ‘আয়নাঘর’ নামক নির্যাতন কক্ষে নিয়ে গিয়ে অত্যাচার করা হয়েছিল। এই কক্ষটি মাটির নিচে সুড়ঙ্গের মতো তৈরি করা হয় এবং সেখানে নারীসহ অনেকেই নির্যাতনের শিকার হন বলে তিনি জানান।

উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের পর ৫ আগস্ট ফজলে করিম গ্রেপ্তার হন।

 

 

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )