
কুড়িগ্রামে শীত বাড়ছে, তাপমাত্রা নেমে ১৩ ডিগ্রি
সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে শীত বাড়ছে, কুড়িগ্রাম তাপমাত্রা ১৩ ডিগ্রি ঘরে নেমে আসায় কুড়িগ্রাম ঘন কুয়াশায় জনজীবন কার্যত কাবু হয়ে পড়েছে। ভোর থেকে শুরু হওয়া হিমেল হাওয়া আর সারাদিনের ঘন কুয়াশায় শীতে জবুথবু অবস্থা এই জনপদের মানুষের।
ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও সড়কে দৃশ্যমানতা কমে এসেছে অনেকটা। ফলে দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে বাস, ট্রাক, পিকআপসহ সব ধরনের যানবাহন। গ্রামের কাঁচা-আঁকাবাঁকা রাস্তা ও শহরের প্রধান সড়ক—দুই জায়গাতেই যানবাহনের গতি স্বাভাবিকের তুলনায় অনেক কম।
আজ সোমবার সকাল ৬টায় কুড়িগ্রাম জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা দ্রুত নেমে যাওয়ায় শ্রমজীবী মানুষের কষ্ট সবচেয়ে বেশি; ভোরের দিকে হাটে-ঘাটে, বাসস্ট্যান্ডে ও রেলস্টেশনে আগুন পোহাতে দেখা গেছে পথচারি ও দিনমজুরদের। অনেকে পুরোনো কম্বল, চাদর আর গরম কাপড় জড়িয়েও ঠাণ্ডা ঠেকাতে হিমশিম খাচ্ছেন।
রাজারহাট আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, ‘আজ সোমবার সকাল ৬টায় কুড়িগ্রামে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত কয়েক দিন ধরেই ভোর থেকে নিয়মিত কুয়াশা পড়ছে। সামনে কুয়াশা ও ঠাণ্ডা আরও বাড়ার আাশঙ্কা আছে।’
আবহাওয়া কর্মকর্তার এই পূর্বাভাসে শীতবস্ত্রের অভাবে থাকা নিম্নআয়ের পরিবারগুলো এখনই শঙ্কায় দিন কাটাচ্ছেন। স্থানীয়দের দাবি, দ্রুত শীতবস্ত্রসহ সরকারি-বেসরকারি সহায়তা না পৌঁছালে ডিসেম্বরের শুরুতেই কুড়িগ্রামের সবচেয়ে ভুক্তভোগী হবে শিশু, বৃদ্ধ ও নারী-পুরুষ অসহায় মানুষরা।

