টিসিবির তালিকায় নতুন ৩ পণ্য, বিক্রি শুরু আজ

টিসিবির তালিকায় নতুন ৩ পণ্য, বিক্রি শুরু আজ

58 / 100 SEO Score

টিসিবি নতুন পণ্য, টিসিবি সাবান ডিটারজেন্ট, টিসিবি কম দামে পণ্য—এই তিন লক্ষ্য সামনে রেখে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) তাদের নিয়মিত নিত্যপণ্যের তালিকায় নতুন করে তিনটি ভোক্তা পণ্য যুক্ত করেছে। এগুলো হলো গোসলের সাবান, কাপড় কাচা সাবান ও ডিটারজেন্ট পাউডার। আজ সোমবার (১ ডিসেম্বর) থেকে এই তিন পণ্য মাঠপর্যায়ে বরাদ্দ দেওয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত।

রবিবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবি জানায়, নতুন যুক্ত পণ্যগুলো আপাতত পরীক্ষামূলকভাবে সীমিত পরিসরে বিক্রি করা হবে। দেশের পাঁচ সিটি করপোরেশন—ঢাকা উত্তর–দক্ষিণ, রাজশাহী, খুলনা, সিলেট ও ময়মনসিংহ এবং পাঁচ জেলা—ফেনী, ঝালকাঠি, চট্টগ্রাম, নেত্রকোনা ও নীলফামারীতে এসব পণ্য পৌঁছে দেওয়া হবে। প্রতিটি সিটি করপোরেশন ও জেলার ৫০ হাজার করে মোট ৫ লাখ উপকারভোগী পরিবার এই সুবিধার আওতায় আসবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নতুন পণ্যগুলো ভর্তুকি মূল্যে নয়; তবে বাজারদরের চেয়ে কম দামে বিক্রি করবে টিসিবি। পাইলট ধাপের জন্য নির্ধারিত হয়েছে—গোসলের সাবান (লাক্স) ১০০ গ্রাম প্যাক প্রতি ৪৫ টাকা, ডিটারজেন্ট পাউডার (হুইল) ৫০০ গ্রাম প্যাক প্রতি ৬০ টাকা এবং লন্ড্রি সোপ (জার্মনিল) ১২৫ গ্রাম প্যাক প্রতি ২৩ টাকা।

টিসিবি বলছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে উপকারভোগীদের সাড়া, ভোক্তাদের মতামত ও বাজারস্থিতি বিশ্লেষণ করে পরবর্তী ধাপে এসব পণ্য সারাদেশের আরও বেশি জেলায় ছড়িয়ে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সংস্থার আশা, নতুন সাবান ও ডিটারজেন্ট পণ্য যুক্ত হওয়ায় কম আয়ের পরিবারগুলো দৈনন্দিন ব্যয়ের চাপ থেকে কিছুটা হলেও স্বস্তি পাবে।

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )