আমাগো দ্বারায় এত দামে কাঁচা তরকারি কিনে খাওয়ার কায়দা নাই
দিন যত যাচ্ছে, কাঁচা তরকারির (সবজি) দাম ততই বাড়ছে। ফরিদপুরের সালথা উপজেলার ভ্যানচালক নাজিম শেখ কালের কণ্ঠকে বলেন, “আমাগো দ্বারায় এত দামে কাঁচা তরকারি কিনে খাওয়ার কায়দা নাই। আগে চাল ও তেলের দাম নিয়ে চিন্তায় থাকতাম, এখন তরকারি নিয়েও চিন্তা করতে হয়।” চার সন্তানের এই জনক বলেন, সবজি বাজারে ঢুকতেও ভয় লাগে, কারণ দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে।
সব শ্রেণির মানুষ, বিশেষ করে কৃষক, শ্রমিক, দিনমজুর ও মধ্যবিত্তরা এ পরিস্থিতিতে অসহায় হয়ে পড়েছেন। বাজারে মরিচ প্রতি কেজি ৪৫০ টাকা, বেগুন ১২০, করল্লা ১২০, পটল ১০০, মুলা ১০০, আলু ৬০ টাকায় বিক্রি হচ্ছে। মাত্র এক-দেড় মাসের মধ্যে এসব পণ্যের দাম দ্বিগুণ হয়েছে।
সবজির ব্যবসায়ীদের সিন্ডিকেটের অভিযোগ রয়েছে, তবে তারা দাবি করেন, বন্যায় সবজির ক্ষতির কারণে দাম বেড়েছে। এ পরিস্থিতিতে সালথা উপজেলার নির্বাহী কর্মকর্তা বলেন, “আমরা সবজি বাজার মনিটরিং করছি এবং দুই-এক দিনের মধ্যে অভিযান চালানো হবে।”