চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছুঁই ছুঁই
ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা ১৯৯ জনে পৌঁছেছে। এছাড়া, একই সময়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৫৮৩ জন ডেঙ্গু রোগী।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।
কন্ট্রোল রুমের তথ্যমতে, মৃত তিনজনের মধ্যে দুজন পুরুষ এবং একজন নারী ছিলেন। তারা ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে বসবাস করতেন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৪০ হাজার ৪০৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৩৬ হাজার ৭১১ জন ইতোমধ্যেই চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
CATEGORIES জাতীয়