
নবীনগরে জোড়া খুন: পাল্টা মামলায় আরও তিনজন গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর জোড়া খুন মামলার পাল্টা অভিযোগে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব–৯ ও পুলিশ। বুধবার রাতে নবীনগরের বিভিন্ন এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের ধরেন আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেপ্তাররা হলেন—
আতিকুর রহমান হৃদয় (২৮), সাইমন (২০) এবং বাবলু মিয়া (২০)। তিনজনই ভিন্ন ভিন্ন গ্রামের বাসিন্দা।
র্যাব ও পুলিশ জানায়, নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের গণিশাহ মাজার এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার আধিপত্য নিয়ে থোল্লাকান্দি গ্রামের রিফাত ও নূরজাহানপুর গ্রামের শিপনের মধ্যে দ্বন্দ্ব চলছিল। সেই বিরোধের জেরে ১ নভেম্বর রাতে রিফাত গ্রুপের হামলায় শিপন ও ইয়াছিন গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় দুজনেই মারা যান—যা এলাকায় নবীনগর জোড়া খুন হিসেবে পরিচিতি পায়।
এ ঘটনার পর নিহত শিপনের বাবা কুখ্যাত মনেক ডাকাতের অনুসারীরা পাল্টা হামলা চালিয়ে থোল্লাকান্দি গ্রামের এমরান মাস্টারের অফিসে ব্যাপক ভাঙচুর ও গুলিবর্ষণ করে। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন এমরান মাস্টার।
র্যাব-৯ সিপিসি–১ এর অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরনবী জানান, দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার ঘটনায় নবীনগর থানায় দুটি পৃথক মামলা হয়।
হত্যা মামলায় র্যাব ও পুলিশ মিলিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার পাল্টা মামলায় আরও তিনজন গ্রেপ্তার হওয়ায় মোট সাতজনকে আইনের আওতায় আনা হলো।
নবীনগর থানার ওসি শাহীনূর ইসলাম বলেন, “নবীনগর জোড়া খুন মামলার পাশাপাশি পাল্টা মামলাতেও যথাযথ তদন্ত চলছে। গ্রেপ্তার তিনজনকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।”
এই জোড়া খুন ও পাল্টা হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ টহল জোরদার করেছে।

