খালে প্রাইভেট কার, প্রাণ গেল ২ পরিবারের ৪ শিশুসহ ৮ জনের
পিরোজপুরে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ৪ শিশুসহ ৮ জন নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ২টার দিকে পিরোজপুর-নাজিরপুর সড়কের জ্ঞানসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাত ১টা ৪০ মিনিটে খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহায়তায় দুর্ঘটনা কবলিত গাড়ি থেকে ৮টি মৃতদেহ উদ্ধার করেন। নিহতদের মধ্যে ২ জন পুরুষ, ২ জন মহিলা এবং ৪ জন শিশু রয়েছে। তারা দু’টি পরিবারের সদস্য।
নিহতরা হলেন শেরপুরের খোলআচার পাড়ার মোতালেব (৪৫), তার স্ত্রী সাবিনা আক্তার (৩০), মেয়ে মুক্তা (১২), ছেলে সোয়াইব (২)। অন্য চারজন হলেন পিরোজপুরের নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়ার শাওন মৃধা (৩২), তার স্ত্রী আমেনা বেগম (২৮), এবং তাদের দুই ছেলে আবদুল (৩) ও শাহাদাৎ (১০)।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শাজাহান কবীর জানিয়েছেন, নিহতরা কুয়াকাটা থেকে প্রাইভেট কারে নাজিরপুর যাচ্ছিলেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সোবাহান বলেন, মৃতদেহগুলোর সুরতহাল প্রস্তুত করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।