নাফ নদ থেকে ধরে নিয়ে যাওয়া ৫ বাংলাদেশি জেলেকে ফেরত

নাফ নদ থেকে ধরে নিয়ে যাওয়া ৫ বাংলাদেশি জেলেকে ফেরত

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর শাহপরীর দ্বীপ মোহনা থেকে ধরে নিয়ে যাওয়া পাঁচ বাংলাদেশি জেলেকে মিয়ানমারের আরাকান আর্মির সদস্যরা বিজিবির মাধ্যমে ফেরত পাঠিয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে টেকনাফের জালিয়াপাড়াস্থ জেটি ঘাট দিয়ে তাদের দেশে ফেরত আনা হয়। বিজিবির টেকনাফস্থ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ফেরত আসা জেলেরা হলেন- মো. আলম (২২), মো. রাসেল মিয়া (২৩), মো. সাইফুল মিয়া (১৭), বোরহান উদ্দিন (১৯) এবং মো. রাশেদ (২৪)।

সোমবার দুপুরে নাফ নদীতে মাছ ধরার সময় অস্ত্রধারী আরাকান আর্মির সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। বিজিবির সঙ্গে আরাকান আর্মির আলোচনার পর বুধবার সকালে তাদের ফেরত দেওয়া হয়।

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )