১৪ বছরে সড়কে ৫১ হাজার কোটি টাকার দুর্নীতি : টিআইবি
সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজে গত ১৪ বছরে ২৯ হাজার ২৩০ কোটি থেকে ৫০ হাজার ৮৩৫ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বুধবার ধানমন্ডির টিআইবি কার্যালয়ে ‘সড়ক ও মহাসড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সুশাসনের চ্যালেঞ্জ’ শীর্ষক গবেষণার ফলাফল প্রকাশ করে সংস্থাটি।
গবেষণায় উঠে এসেছে যে, ২০০৯-১০ থেকে ২০২৩-২৪ অর্থবছরে সড়ক উন্নয়ন প্রকল্পে দুর্নীতির পরিমাণ ২৩ থেকে ৪০ শতাংশ। বিশেষত, কার্যাদেশ প্রাপ্তি, ঠিকাদারের বিল প্রাপ্তি, দরপত্র লাইসেন্স ভাড়া এবং স্থানীয় রাজনৈতিক চাঁদাবাজির ক্ষেত্রেও ব্যাপক দুর্নীতি হয়েছে। নির্মাণ কাজে রাজনীতিবিদ, ঠিকাদার ও উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে ত্রিপক্ষীয় আঁতাতের মাধ্যমে এসব দুর্নীতি সংঘটিত হয়েছে।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান জানান, এই দুর্নীতির ফলে প্রকল্পগুলোর ব্যয় অনেক বেড়ে যাচ্ছে, অথচ সড়ক ও সেতুর মান টেকসই হচ্ছে না। ফলে জাতীয় সম্পদের অপচয় এবং প্রকল্পের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যাঘাত ঘটছে। সড়ক ও মহাসড়ক উন্নয়ন খাতে রাজনৈতিক দুর্বৃত্তায়ন এবং আইনের লঙ্ঘনের মাধ্যমে দুর্নীতি প্রাতিষ্ঠানিকীকরণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।