বিশাল বাজেটে শাকিবের ‘বরবাদ’, নায়িকা হবেন কে?

বিশাল বাজেটে শাকিবের ‘বরবাদ’, নায়িকা হবেন কে?

‘তুফানে’র সাফল্যের পর শাকিব খানের পরবর্তী লক্ষ্য এখন ‘বরবাদ’। এ সিনেমাটি আরও বড় আকারে এবং প্রায় ১৫ কোটি টাকার বিশাল বাজেটে নির্মিত হতে যাচ্ছে, যা বাংলা সিনেমার ইতিহাসে রেকর্ড। যদিও শুটিং এখনো শুরু হয়নি, তবে সিনেমাটির আগে থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে।

‘বরবাদ’-এর ৮০ শতাংশ শুটিং দেশের বাইরে করা হবে এবং এটি হবে একটি অ্যাকশন ভায়োলেন্স ঘরানার সিনেমা। দর্শকরা এমন ধরনের অ্যাকশন এর আগে বাংলা সিনেমায় দেখেনি বলে আশা করা হচ্ছে।

সিনেমাটির অ্যাকশন দৃশ্য পরিচালনা করবেন বলিউডের রবি বর্মা এবং অন্যান্য অ্যাকশন মাস্টার হিসেবে মুম্বাইয়ের এজাজ মাস্টারসহ শীর্ষস্থানীয় কয়েকজন অ্যাকশন পরিচালক থাকবেন। ড্যান্স কোরিওগ্রাফার হিসেবে থাকবেন বলিউডের আদিল শেখ, এবং প্রীতমের সংগীত পরিচালনায় বলিউডের শিল্পীরা গান করবেন।

নায়িকা হিসেবে শাকিবের পর্দাসঙ্গী হতে যাচ্ছেন ইধিকা পাল, যিনি ‘প্রিয়তমা’ সিনেমাতেও শাকিবের বিপরীতে অভিনয় করেছেন। যদিও নায়িকা নিয়ে বেশ কিছু গুঞ্জন শোনা যাচ্ছিল, তবে ইধিকাই এই চরিত্রে চূড়ান্ত হয়েছেন বলে জানা যাচ্ছে।

পরিচালক হৃদয় গণমাধ্যমকে বলেন, ‘প্রযোজকদের কাছ থেকে যা চেয়েছি, তারা সবকিছুই সরবরাহ করেছেন। দর্শকদের জন্য আমরা অনেক চমক নিয়ে আসছি। দর্শকদের হতাশ করব না, একবার ‘বরবাদ’ টিমের ওপর বিশ্বাস রাখুন, বাকিটা স্ক্রিনে দেখতে পাবেন।’

বর্তমানে পরিচালক হৃদয় দেশের বাইরে লোকেশন খুঁজছেন এবং সিনেমাটি বিশ্বমানের করার জন্য সার্বক্ষণিক শাকিব খান তাকে তদারকি করছেন।

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )