দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টার ভাষণ, জাতির উদ্দেশে ভাষণ ও ড. মুহাম্মদ ইউনূস—এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করেই আজ দুপুরে দেশজুড়ে বাড়ছে আগ্রহ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
বুধবার (১২ নভেম্বর) রাতে পাঠানো এক সরকারি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ওই বিশেষ ভাষণটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ ও বিটিভি ওয়ার্ল্ড।
সরকারি সূত্রগুলো জানিয়েছে, দেশের বর্তমান সার্বিক রাজনৈতিক প্রেক্ষাপট, নির্বাচন-সংক্রান্ত প্রস্তুতি ও প্রশাসনিক দিকনির্দেশনা—এ সব বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ বার্তা থাকতে পারে আজকের এই ভাষণে।
সাধারণ মানুষের প্রত্যাশা, প্রধান উপদেষ্টা তাঁর এই ভাষণের মাধ্যমে চলমান অনিশ্চয়তা ও উদ্বেগ দূর করে একটি সুস্পষ্ট রোডম্যাপ তুলে ধরবেন।

