যাত্রাবাড়ীতে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

যাত্রাবাড়ীতে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

সংবাদ: রাজধানীর যাত্রাবাড়ী থানার মীর হাজীরবাগ এলাকায় দুর্বৃত্তদের হাতে মো. জাহাঙ্গীর (৪৫) নামের এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার রাতে আবু হাজী গলিতে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর যাত্রাবাড়ীর মীর হাজীরবাগ এলাকায় পরিবারসহ বসবাস করতেন। তার বাবার নাম ফজর আলী।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, জাহাঙ্গীরের মরদেহ মর্গে রাখা হয়েছে।

নিহতের ভাতিজা মো. রুবেল জানান, সন্ত্রাসীরা আবু হাজী গলিতে তাকে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১১টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জাহাঙ্গীর কোনো নির্দিষ্ট পেশায় না থাকলেও আওয়ামী লীগ কর্মী হিসেবে সক্রিয় ছিলেন। তবে হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয়রা ধারণা করছেন, চাঁদাবাজি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে।

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (1 )