রূপসী ঝরনায় প্রাণ গেল দুই শিক্ষার্থীর

চট্টগ্রামের মিরসরাইয়ের রূপসী ঝরনায় ভ্রমণ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন দুই শিক্ষার্থী। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী মুশফিকুর রহমান আদনান (২১) এবং নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী মাহবুব রহমান (২১) ঝরনার গভীর কূপে ডুবে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন।

গতকাল শুক্রবার মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল তাঁদের মরদেহ উদ্ধার করে। মিরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী জানান, ওয়াহেদপুর ইউনিয়নের পাহাড়ে অবস্থিত রূপসী ঝরনায় দুই পর্যটক নিখোঁজ হওয়ার খবর পেয়ে ডুবুরি দল পাঠানো হয়। প্রায় দুই ঘণ্টার অভিযান শেষে দুপুর ১টার দিকে তাঁদের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।

নিহত মুশফিকুর রহমান আদনান মাদারীপুর জেলার চাষাঢ়া এলাকার আতিকুর রহমানের ছেলে এবং মাহবুব রহমান মুত্তাকীম লক্ষ্মীপুর জেলার মৃত মোহাম্মদ মুরাদের ছেলে।

 

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )