
আব্দুলপুর জংশনের কাছে চাকা ফেটে ট্রেন ইঞ্জিন লাইনচ্যুত
রাজশাহীর আব্দুলপুর জংশন রেলস্টেশনের কাছে চলন্ত একটি ট্রেনের ইঞ্জিনের চাকা ফেটে লাইনচ্যুত হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) সকালে এ দুর্ঘটনার ফলে ওই রুটে কিছু সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
রেলওয়ে সূত্র জানায়, ঢাকাগামী একটি মালবাহী ট্রেন আব্দুলপুর জংশন অতিক্রম করার সময় ইঞ্জিনের একটি চাকা হঠাৎ ফেটে যায়। এতে ইঞ্জিনটি আংশিকভাবে লাইনচ্যুত হয়। তবে চালকের দক্ষতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এতে কেউ হতাহত হয়নি।
ঘটনার পরপরই স্থানীয় রেলওয়ে কর্তৃপক্ষ এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় লাইনচ্যুত ইঞ্জিনটি সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।
এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের একজন কর্মকর্তা জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত চাপ ও পুরনো ইঞ্জিনের কারণেই এ ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, এই ঘটনায় সাময়িকভাবে কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে পৌঁছেছে।