পুলিশ কর্মকর্তার বাড়িতে চুরি, চুরি গেল স্বর্ণালংকার

পুলিশ কর্মকর্তার বাড়িতে চুরি, চুরি গেল স্বর্ণালংকার

রাজশাহীর বাঘায় এক পুলিশ কর্মকর্তার বাড়িতে তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৮ এপ্রিল) গভীর রাতে উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা আঠালিয়াপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। চোরের দল ঘরের দরজা ও গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।

ভুক্তভোগী পুলিশ কর্মকর্তা আশরাফুল আসেকিন রিপন বর্তমানে সারদহ পুলিশ একাডেমিতে সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত। তার স্ত্রী ফেরদৌসী বেগম দিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তবে ছেলেমেয়ের পড়াশোনার সুবিধার্থে পরিবারটি রাজশাহী শহরে বসবাস করেন।

পুলিশ কর্মকর্তার ভাই হোসেন আল ইমাম স্বপন জানান, মঙ্গলবার বিকেলে ফেরদৌসী বেগম স্কুল শেষে রাজশাহীতে ফিরে যান। রাতে বাড়িতে কেউ না থাকায় চোরেরা সুযোগ নেয়। প্রথমে তারা বাড়ির পূর্ব পাশের জানালা ভাঙার চেষ্টা করে। পরে রান্নাঘরের লোহার গ্রিল ভেঙে ঘরে ঢুকে তছনছ করে। বুধবার সকালে ফেরদৌসী বাড়িতে এসে দেখতে পান, ঘরের আসবাব এলোমেলো এবং উত্তর পাশের দরজার তালা কাটা। চুরি হওয়া মালামালের মধ্যে ছিল দুটি স্বর্ণের বালা, একটি চেইনের লকেট ও একটি রুপার তোড়া, যার বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাদুজ্জামান বলেন, ‘চুরির সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

CATEGORIES
Share This

COMMENTS Wordpress (0) Disqus ( )