ভিয়েতনাম থেকে এসেছে ১২ হাজার ৭০০ টন চাল, দ্রুত খালাস শুরু

ভিয়েতনাম থেকে এসেছে ১২ হাজার ৭০০ টন চাল, দ্রুত খালাস শুরু

জি টু জি (সরকার-থেকে-সরকার) চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে ১২ হাজার ৭০০ টন আতপ চাল নিয়ে ‘এমভি এমডি সি’ নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।

চলতি বছরের ৩ ফেব্রুয়ারি স্বাক্ষরিত চুক্তির (প্যাকেজ-১) আওতায় ভিয়েতনাম থেকে মোট এক লাখ টন আতপ চাল আমদানির চুক্তি হয়। এরই অংশ হিসেবে এখন পর্যন্ত ৬০ হাজার টন চাল দেশে এসে পৌঁছেছে।

চালবাহী সর্বশেষ জাহাজটির চালের নমুনা পরীক্ষার কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই চাল খালাস কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

সোমবার খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

CATEGORIES
Share This

COMMENTS Wordpress (0) Disqus ( )