কালীগঞ্জে মাঠ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

52 / 100 SEO Score

কালীগঞ্জ মরদেহ উদ্ধার, ঝিনাইদহ নারী লাশ, অজ্ঞাত নারী — ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড় পুকুরিয়া গ্রামে এক নারীর অজ্ঞাত মরদেহ উদ্ধারে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়রা মাঠে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান,

“স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত (৫০) এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

তিনি আরও বলেন,

“নারীর পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনাটি রহস্যজনক।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। পুলিশ মাঠের আশপাশে সুরক্ষা টেপ দিয়ে ঘিরে রেখেছে এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

সূত্র: স্থানীয় প্রতিনিধি, কালীগঞ্জ (ঝিনাইদহ)

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )