
তথ্য উপদেষ্টা মাহফুজের বাবার ওপর হামলায় দুঃখ প্রকাশ এ্যানির
তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা ও ইছাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান বাচ্চু মোল্লার ওপর হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
মঙ্গলবার (১ এপ্রিল) বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নারায়নপুরে বাচ্চু মোল্লার বাড়িতে গিয়ে তার খোঁজখবর নেন তিনি। এসময় এ্যানি বলেন, “বাচ্চু মোল্লা আমাদের দলের একজন সম্মানিত নেতা। তার ছেলে সরকারে দায়িত্ব পালন করলেও অতীতে দলীয় আন্দোলন-সংগ্রামে উনার এবং উনার পরিবারের ভূমিকা রয়েছে। এমন একজন নেতার ওপর হামলা অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত।”
তিনি আরও বলেন, “ঘটনার পরই আমি তাকে কল করেছিলাম, কিন্তু তাকে পাইনি। পরে বিভিন্ন মাধ্যমে ঘটনাটি জানতে পারি। আজ সরেজমিনে এসে বিস্তারিত শুনেছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে গত ১৬ বছরে আন্দোলন করতে গিয়ে আমরা অনেকেই নিপীড়নের শিকার হয়েছি, শহীদ হয়েছি। বাচ্চু মোল্লা ও তার পরিবারও সেই বলিরেখার বাইরে নন।”
ঘটনার পেছনে থাকা ব্যক্তিদের বিষয়ে বিএনপি নেতা এ্যানি বলেন, “ঘটনার সঙ্গে জড়িত কথিত মঞ্জু একসময় ছাত্রলীগের পদে ছিলেন এবং তার বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ রয়েছে। এই ঘটনায় বাচ্চু মোল্লা বা তার পরিবারের কোনো দায় নেই। কেউ যদি এ ঘটনা ঘিরে দলের ভেতরে বিভ্রান্তি বা বিভাজন সৃষ্টি করতে চায়, আমরা শক্ত হাতে তা প্রতিহত করব।”
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (বিএলডিপি) চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম-আহ্বায়ক মাহাবুব আলম প্রমুখ।
প্রসঙ্গত, গত ৩০ মার্চ রাতে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মেহেদী মঞ্জুর বাড়িতে বিএনপি ও ছাত্রদলের কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ ওঠে। ঘটনার সময় বাধা দিলে হামলাকারীরা মাহফুজ আলমের বাবা বাচ্চু মোল্লার ওপর চড়াও হয়। এতে তিনি হাতে আঘাত পান। বাচ্চু মোল্লা ও মঞ্জু সম্পর্কে চাচা-ভাতিজা বলে জানা গেছে।