বিএনপির পার্টি অফিস ভাঙচুর মামলায় হাতীবান্ধায় ৩ জন আটক

বিএনপির পার্টি অফিস ভাঙচুর মামলায় হাতীবান্ধায় ৩ জন আটক

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিএনপির পার্টি অফিস ভাঙচুর মামলায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরুসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক হওয়া অন্য দুজন হলেন- ভেলাগুড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ ও আওয়ামী লীগ কর্মী শফিকুল ইসলাম।

হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী জানান, লালমনিরহাটের মহেন্দ্রনগর বুড়িরবাজার এলাকায় বিএনপির পার্টি অফিস ভাঙচুর মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতদের বৃহস্পতিবার দুপুরে আদালতে হাজির করা হলে জেল হাজতে পাঠানো হয়।

 

 

 

 

TAGS
Share This

COMMENTS Wordpress (0) Disqus (1)