কালিয়াকৈরে কাভার্ড ভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ৪

কালিয়াকৈরে কাভার্ড ভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ৪

গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ড ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হাবিবুর রহমান (৬০) নামে একজন নিহত হয়েছেন এবং অটোরিকশার আরও ৪ জন যাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লীবিদ্যুৎ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবুর রহমান রংপুরের পীরগাছা উপজেলার পরানপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে কালিয়াকৈরের কালামপুর এলাকায় পরিবার নিয়ে বসবাস করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চন্দ্রা পল্লীবিদ্যুৎ বাজার এলাকায় একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুটি ব্যাটারি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালকসহ ৪ জন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে খাজা বদরুদ্দোজা মর্ডান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাবিবুর রহমানকে মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে আছেন জাহিদুল ইসলাম (৩৮), মনোয়ার হোসেন (৩৫) ও অটোরিকশা চালক রফিকুল ইসলাম (৪০), তবে আরেকজনের পরিচয় এখনও জানা যায়নি।

নাওজোর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক শহিদুল ইসলাম জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং দুর্ঘটনায় সংশ্লিষ্ট কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

 

 

 

 

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (3 )