ভোর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, যাত্রীদের চরম দুর্ভোগ

ভোর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, যাত্রীদের চরম দুর্ভোগ

আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) ভোর থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে লাঙ্গলবন্দ পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। কয়েকটি গাড়ি বিকল হওয়া এবং প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে মহাসড়কে এই যানজট দেখা দিয়েছে, যা যাত্রীদের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে দুপুর ১২টার দিকে ধীরে ধীরে যান চলাচল শুরু হলেও পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগছে।

যাত্রী ও চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, ভোর থেকেই যানজট শুরু হয়েছে। বৃষ্টির কারণে ভিজে অনেককে হাঁটতে হয়েছে। কেউ কেউ দীর্ঘ সময় ধরে এক স্থানে আটকে আছেন। সাইনবোর্ড থেকে লাঙ্গলবন্দ পর্যন্ত শত শত গাড়ি আটকা পড়ে আছে, আর যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা বসে থেকে হতাশায় ভুগছেন।

চট্টগ্রামগামী যাত্রী পিয়াল হাসান জানান, সায়েদাবাদ থেকে ভোরে যাত্রা শুরু করলেও কাঁচপুর সেতু পার হতে তিন ঘণ্টা লেগেছে। অন্যদিকে পারভিন আক্তার নামে এক যাত্রী বলেন, ‘আগে জানলে আজ গাড়িতে উঠতাম না। ছেলে-মেয়ে নিয়ে ভোগান্তিতে আছি, কখন বাড়ি পৌঁছব তা নিয়েও দুশ্চিন্তায় আছি।’

শ্যামলী পরিবহনের চালক শাহ আলম বলেন, ‘ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে কাঁচপুর সেতু পার হতে কয়েক ঘণ্টা বসে থাকতে হয়েছে। বৃষ্টি আর যানজট মিলিয়ে পরিস্থিতি খুবই কষ্টকর। সঠিক সময় পৌঁছানো নিয়ে অনিশ্চয়তায় ভুগছি।’

কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের ট্রাফিক ইন্সপেক্টর আবু নাঈম জানান, মহাসড়কে কয়েকটি গাড়ি বিকল হয়ে পড়া এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পাশাপাশি বিভিন্ন স্থানে বড় গর্তের কারণে যানবাহনের গতি ধীর হয়ে গেছে। তবে দুপুরের পর থেকে যানজট কিছুটা কমতে শুরু করেছে এবং যান চলাচল স্বাভাবিক করতে ট্রাফিক পুলিশ ভোর থেকেই দায়িত্ব পালন করছে।

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )