বৈরী আবহাওয়ায় ঢাকা থেকে উপকূলীয় অঞ্চলে নৌযান চলাচল বন্ধ

বৈরী আবহাওয়ায় ঢাকা থেকে উপকূলীয় অঞ্চলে নৌযান চলাচল বন্ধ

বৈরী আবহাওয়ার কারণে ঢাকা থেকে দেশের ছয়টি উপকূলীয় অঞ্চলে নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, উপকূলীয় এলাকায় প্রচণ্ড বৈরী আবহাওয়া বিরাজ করছে এবং সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করা হয়েছে। সেই সঙ্গে উপকূলীয় অঞ্চলের নদীগুলোতে প্রচণ্ড ঢেউ ও রোলিং থাকায় যাত্রীদের নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নৌযান চলাচল বন্ধ থাকবে।

বিআইডব্লিউটিএ জানায়, ঢাকা থেকে নৌযান চলাচল বন্ধ রাখা রুটগুলো হলো- ঢাকা-হাতিয়া, ঢাকা-বেতুয়া, ঢাকা-খেপুপাড়া, ঢাকা-চরমন্তাজ, ঢাকা-রাঙ্গাবালী এবং ঢাকা-মনপুরা। যাত্রীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে নৌ-পরিবহন কর্তৃপক্ষ।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )