ডায়াবেটিস সচেতনতা দিবস আজ, ভুগছে প্রায় চার লাখ শিশু-কিশোর

ডায়াবেটিস সচেতনতা দিবস আজ, ভুগছে প্রায় চার লাখ শিশু-কিশোর

আজ ডায়াবেটিস সচেতনতা দিবস। দেশের চলমান পরিস্থিতির মধ্যে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগে দিবসটি পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য— “ডায়াবেটিস: ঝুঁকি জানুন, শনাক্ত করুন, পদক্ষেপ নিন”।

দেশে ডায়াবেটিস আক্রান্ত মানুষের সঠিক পরিসংখ্যান নেই, কারণ অনেকেই জানেন না যে তারা ডায়াবেটিসে ভুগছেন। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত, যার প্রায় অর্ধেকই নারী।

বাংলাদেশের হরমোন বিশেষজ্ঞদের মতে, দেশের মোট ডায়াবেটিস রোগীর ২-৩ শতাংশের বয়স ১৬ বছরের নিচে, যা সংখ্যার হিসাবে প্রায় চার লাখ শিশু ও কিশোর। তাদের বেশিরভাগই টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত।

বিশ্বে শিশু-কিশোরদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার সবচেয়ে বেশি বাংলাদেশে, যেখানে সাধারণত শিশুদের টাইপ-১ ডায়াবেটিস হওয়ার কথা।

বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সাধারণ সম্পাদক ডা. শাহজাদা সেলিম বলেন, “শিশু-কিশোরদের মধ্যে ডায়াবেটিস বেড়ে যাওয়ার প্রধান কারণ হলো— বংশগত প্রভাব, গর্ভাবস্থায় মায়ের ডায়াবেটিস থাকা এবং অল্প বয়সে অতিরিক্ত ওজন বৃদ্ধি।”

আইডিএফের তথ্য অনুযায়ী, দেশের ডায়াবেটিস আক্রান্ত নারীদের প্রতি ১০০ জনে ২৬ জন গর্ভকালীন ডায়াবেটিসে ভুগছেন, যাদের ৬৫ শতাংশ পরবর্তী সময়ে টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হন।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি ড. এ কে আজাদ খান বলেন, “ডায়াবেটিস প্রধানত দুই ধরনের— টাইপ-১ ও টাইপ-২। আমাদের দেশে ৯৫ শতাংশ রোগী টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত। তবে আগাম সতর্কতা অবলম্বন করলে ৭০ শতাংশ ক্ষেত্রে এই রোগ প্রতিরোধ করা বা বিলম্বিত করা সম্ভব।”

চিকিৎসকদের মতে, অতিরিক্ত ওজন, শরীরে অতিরিক্ত মেদ, শারীরিক পরিশ্রমের অভাব এবং জিনগত বৈশিষ্ট্য টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। এছাড়া, বিভিন্ন হরমোনের অসামঞ্জস্যতা ও কিছু ওষুধের কারণেও ডায়াবেটিস হতে পারে।

বারডেম হাসপাতালের এন্ডোক্রিনোলজি বিভাগের অধ্যাপক মো. ফারুক পাঠান বলেন, “২০ বছর আগে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার গড় বয়স ছিল ৫০ বছর, এখন তা কমে ৩৫ বছরে নেমে এসেছে। ১৮ থেকে ৩৫ বছর বয়সীদের মধ্যে ডায়াবেটিসের হার ৭ শতাংশ এবং ১৪ থেকে ১৮ বছর বয়সীদের মধ্যে এই হার ৪ শতাংশ।”

অস্বাস্থ্যকর জীবনযাত্রার কারণে শিশুদের মধ্যে ডায়াবেটিসের প্রকোপ ভয়াবহ আকার ধারণ করছে। চিকিৎসকরা শিশুদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম ও সচেতন জীবনযাপন নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন।

CATEGORIES
Share This

COMMENTS Wordpress (0) Disqus ( )