পঞ্চগড়ে তাপমাত্রা বেড়েছে
দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা বেড়েছে। রবিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত শুক্রবার চলতি শীত মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। পরের দিন শনিবার সকালে তাপমাত্রা ছিল ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
তাপমাত্রা বাড়লেও কনকনে শীত অব্যাহত রয়েছে। সকালে শীতের তীব্রতা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের তাপের কারণে শীত কিছুটা কমেছে। তবে গরম কাপড়ের অভাবে রাত ও সকালে নিম্ন আয়ের মানুষদের কষ্ট করতে হচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, তাপমাত্রা বেড়ে ১০ ডিগ্রির ঘরে পৌঁছালেও জানুয়ারিজুড়ে আরও কয়েকটি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
CATEGORIES সারাদেশ