কমিটি নিয়ে দ্বন্দ্বে বৈষম্যবিরোধী ছাত্রদের কেন্দ্রীয় কার্যালয়ে হাতাহাতি
রাজধানীর মিরপুর থানা কমিটি নিয়ে দ্বন্দ্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন। শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন মিরপুর মনিপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাহিয়ান, ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থী রনি ও সাফরান।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিরপুর থানা কমিটি ঘোষণার পর থেকেই পদবঞ্চিতরা অসন্তোষ প্রকাশ করছিলেন। শুক্রবার সন্ধ্যায় তারা অফিসে এসে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (দপ্তর) জাহিদ আহসান বলেন, কিছু লোক মিরপুর থানা কমিটিতে যুক্ত হতে চেয়েছিল, কিন্তু তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। তবে বড় ধরনের কোনো হামলার ঘটনা ঘটেনি।