পঞ্চগড়ে তাপমাত্রা বাড়লেও কমেনি শীত

পঞ্চগড়ে তাপমাত্রা বাড়লেও কমেনি শীত

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা কিছুটা বাড়লেও কনকনে ঠাণ্ডা অব্যাহত রয়েছে। শনিবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা ছিল ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা তিন ঘণ্টা পর ৮ দশমিক ২ ডিগ্রিতে নেমে আসে।

তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতের তীব্রতা কমেনি। গরম কাপড়ের অভাবে নিম্ন আয়ের মানুষদের বিপাকে পড়তে হচ্ছে, আর শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে হাসপাতালগুলোতে।

আবহাওয়া অফিস জানিয়েছে, জানুয়ারি মাসজুড়ে পঞ্চগড়ের ওপর দিয়ে কয়েকটি শৈত্যপ্রবাহ বয়ে যাবে, ফলে শীতের তীব্রতা বাড়বে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, মৃদু শৈত্যপ্রবাহ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (2 )